প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪
শ্রীনগরে দূর্বৃত্তের দেয়া আগুনে দুটি মুদি দোকান পুড়ে ভষ্মিভূত
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকানঘরসহ মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
|আরো খবর
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ঢাকা দোহার সড়ক সংলগ্ন কয়কীর্ত্তন মোড়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১০টার দিকে ২টি মুদী দোকানদার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়।আনুমানিক রাত ১১ টার সময় পাশের বাড়ির লোকজনের ডাক চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তাদের দুটি মুদি দোকানঘর সহ সব মালামাল মুহূর্তেই ভষ্মিভূত হয়ে গেছে।এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হইনি একমাত্র আয়ের উৎস দোকানঘর সহ যাবতীয় মালামালের।
ভুক্তভোগী দোকান মালিক মিলনের নিকট জানতে চাইলে তিনিএ প্রতিনিধিকে জানান , আমার একমাত্র আয়ের উৎস দোকানঘরটি ভস্মিভূত হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেলাম।
এব্যাপারে শ্যামসিদ্ধি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রাজু সারেং বলেন,আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখছি।
খবর পেয়ে পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন ও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদেরকে নগদ অর্থ সহয়তা করেন।