সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭

ঢাকা দোহার সড়কে মুদি দোকানে বিক্রি হচ্ছে পেট্রোল

আব্দুল মান্নান সিদ্দিকী
ঢাকা দোহার সড়কে মুদি দোকানে বিক্রি  হচ্ছে  পেট্রোল

ঢাকা দোহার সড়কে মুদি দোকানে বিক্রি হচ্ছে পেট্রোল।ঢাকা দোহার সড়কের মুদি দোকানে এক , দু, চার, পাঁচ লিটার বোতলে পেট্রোল পাওয়া যাচ্ছে। ক্রেতাদের চাহিদা মতো তা বিক্রি করা হচ্ছে।মুদি দোকানদাররা জানান, ভোরে ও ভর দুপুরে বেশির ভাগ পেট্রোল দোকান বন্ধ থাকায় রাস্তায় চলাচলরত হোন্ডা আরোহীর পেট্রোল প্রয়োজন হলে তাদের কাছে জানতে চায় পেট্রোল কোথায় পাওয়া যায়? মাঝে মধ্যে চলাচল রত হোন্ডা চালকের তেল না থাকার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়। মূলত এ কথা চিন্তা করেই তারা পেট্রোল বিক্রি করে থাকেন।সরকারি অনুমোদন ও নির্দিষ্ট স্থান ছাড়া পেট্রোল, ডিজেল, অকটিণ বেচা নিষেধ।আইনগত ভাবে মুদি দোকানে পেট্রোল বিক্রি ঠিক কিনা? জানতে চাইলে তা তাদের জানা নেই,বলে জানান । অভিজ্ঞ মহলের মন্তব্য,ডিজেল, অকটিন, পেট্রোল যেহেতু দাজ্য পদার্থ তাই নির্দিষ্ট এজেন্ট, ডিলার ও পেট্রোল পাম্প ছাড়া ক্রয় ও বিক্রয় উভয়ই ঝুঁকিপূর্ণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়