প্রকাশ : ২০ মে ২০২৩, ১৭:১৫
হাজীগঞ্জে প্রাইভেটকারে পাচারকালে গাঁজা ও ফেনসিডিল মাদকের বড় চালান উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারে বহন করে মাদকের বড় চালান পাচারকালে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম। ১৯ মে শুক্রবার রাতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাসুদ পারভেজ সুমন (৩৪) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার ও মাদকসহ তাকে বহন করা সাদা রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়। গ্রেফতার মাসুদ পারভেজ সুমন চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর গোসাইরহাট থানার চরসুরগাঁও গ্রামের মো. শহিদের ছেলে।এদিন রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের টীম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিদর্শক বাপন সেন ও সঙ্গিয় ফোর্স মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে একটি সাদা রঙের প্রাইভেট কার, ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।