প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭
শ্রীনগরের ফুটপাতে চায়না ব্যথা নাশক মলম : ক্রেতারা প্রতারিত
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারবিভিন্ন বাজারে হাটে রাস্তার পাশেফুটপাতে সিএনজি গাড়িতে বিক্রি হচ্ছেব্যথা নাশক চায়না মলম।
|আরো খবর
এ মলমের ক্রেতা হচ্ছেন গ্রাম অঞ্চলের সরল সহজবয়োবৃদ্ধ যারা ব্যথারোগে আক্রান্ত বিভিন্ন জায়গা হতে ওষুধ সেবন করেও ফল পাচ্ছেন না। হকারের শ্রুতি মধুর বক্তব্য শুনে সরল বিশ্বাসে ব্যথা নাশক ঔষধ ক্রয় করছেন।
৭০ বছর বয়স্ক আব্দুল আজিজ খান এ প্রতিনিধিকে জানান,
তিনি বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ খেয়েও তার ব্যথা নিরাময় হয়নি।
হকারের কথা তার মনে ধরেছে তাই তিনি দুই শত টাকা দিয়ে একটি মলম ক্রয় করেছেন।
হকার বাবুল এ প্রতিনিধি কে জানান,ঢাকা কেরানীগঞ্জে তার আড়ত রয়েছে,তিনি টঙ্গীকারখানা হতে এ মলম সংগ্রহ করেছেন,তিনি দেশেবিভিন্ন প্রান্তে এ মলম বিক্রি করে থাকেন,
তিনি জানান রোগীরামলম ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন বলেই,
তিনি সারাদেশে ঘুরে ঘুরে এ মলম বিক্রি করছেন। তার সাথে যোগাযোগের ঠিকানা টেলিফোন নাম্বার চাইলে তিনি বলেন,
১৫ দিন পরপরই আমি রাস্তায় আসি।
,পল্লী চিকিৎসক ডাক্তার আসলাম জানান এ মলমে কতটুকু গুণ রয়েছে তা মন্তব্যে নিষ্প্রয়োজন,
রোগীদের উচিত ফুটপাতের হকারদেরশ্রুতি মধুর বক্তব্য না শুনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ঔষধ সেবন করা।