প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৩:৩৮
সংশপ্তকের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
২৬ জুলাই একেখান সিআরপি চট্টগ্রাম এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক এর SESDCB ও PHRPBD প্রকল্প এর অধীনে আনোয়ারা উপজেলার কভিড ১৯ ২য় ধাপে অসহায় তৃনমূল প্রতিবন্ধী ব্যক্তি মোট ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি পরিবারকে চাল ৫ কেজি, আলু ২ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, ডাল ১ কেজি (মোট ৯ কেজির প্যাকেজ/পরিবার) বিতরণ করা হয়।
|আরো খবর
এ সময় আনোয়ারা উপজেলার সংশপ্তক সংস্থার প্রতিনিধি ও কর্মীগন উপস্থিত ছিলেন। ত্রান বিতরন কালে সংস্থার প্রতিনিধিরা বলেন, সংশপ্তক মহামারী শুরু থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী চট্রগ্রাম সিটি কপোরেশন সহ বিভিন্ন উপজেলায় মাঠ পর্যায় বাস্তবায়ন করে আসছে। সংস্থার প্রতিনিধিরা ত্রান বিতরনকালে এধরনের কর্মসূচীতে সমাজের বিত্তবান,বেসরকারী প্রতিষ্টান ও বিভিন্ন দাতা সংস্থাকে এগিয়ে আসারও আহবান জানান। সংস্থার প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী বলেন, করোনা মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো।