বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ২১:২১

১৪ দিনের বিধিনিষেধে কঠোর অবস্থানে চাঁদপুরের প্রশাসন

মিজানুর রহমান
১৪ দিনের বিধিনিষেধে কঠোর অবস্থানে চাঁদপুরের প্রশাসন

চাঁদপুরে করোনা পরিস্থিতি ক্রমশঃ অবনতি হচ্ছে। করোনা উপসর্গ নিয়ে অসংখ্য রোগীর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। আইসোলেশন ইউনিটের ২য় তলা ও ৩য় তলা দুটি ওয়ার্ডেই রোগীতে ঠাসা। বাড়তি রোগী নিয়ে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী চাঁদপুরেও শুরু হয়েছে ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট চলবে এ লকডাউন। পুনরায় শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন শুক্রবার জেলা প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কর্মতৎপরতার সহিত দায়িত্ব পালন করছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে মোড়ে মোড়ে তল্লাশি অভিযান করেছে থানা ফাঁড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশ। এছাড়াও টহলে ছিল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। তারা বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ছুটির দিন থাকায় এবং ঈদের আমেজে চাঁদপুরের বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন ঘুড়তে। অনেকে কর্মস্থলে যাওয়ার জন্য পরিবার-পরিজন নিয়ে বের হন এবং চরম দুর্ভোগের শিকার হন যানবাহন না পেয়ে।

সরজমিন লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড এবং রেলস্টেশন পুরোটাই ফাঁকা। সকল গণপরিবহন বন্ধ রয়েছে। সড়কে কেবল রিকশা চলেছে আর ফাঁকে ফাঁকে অটোবাইক ও সিএনজি অটোরিকশা এবং পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়। ব্যক্তিগত গাড়িও চলছে। তবে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো।খোলা হয়নি কোন মার্কেট ও শপিংমল। অলিগলিতে দোকানপাট কিছু খোলা থাকতে দেখা যায়।

ডিসি হয়েছি জানিয়েছেন চাঁদপুরে বিধিনিষেধ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়