প্রকাশ : ১৬ মে ২০২২, ১৯:২৬
শ্রীনগর ভাগ্যকুল বাজার পদ্মা নদীরপাড় ঘাটটি ময়লার স্তুপ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজার পদ্মা নদীরপাড় ঘাটে পচা, নোংরা, আবর্জনার ময়লার স্তুপে পাহাড়। শত বৎসর পূর্ব হতে ঐতিহ্যবাহী বাজারে বিভিন্ন গ্রাম ও অঞ্চলের মানুষ ছুটে আসতেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে। বর্তমানে বিভিন্ন স্থানে হাটবাজার গড়ে উঠলেও এ বাজারের ঐতিহ্য এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে। এছাড়া এ বাজারে চারপাশে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও মসজিদ অবস্থিত শত-শত ছাত্র-ছাত্রী অবসর সময় নদীর পাড়ে আসে নদীর সৌন্দর্য উপভোগ করতে। ভাগ্যকুল বাজারটি পদ্মা নদীরপাশে অবস্থিত তাই পর্যটকদের প্রিয় কেন্দ্রভাগ্যকুলের এ পদ্মা নদীর ঘাট।
|আরো খবর
ভ্রমণপিপাসু জনগণ নিজ নিজ শিশু সন্তান পরিবার-পরিজন আত্মীয়-স্বজন নিয়ে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে আসেন। পূর্ব দিকে দৃষ্টি দিলে দেখা যায় স্বপ্নের সেতু পদ্মা। পদ্মা নদীর চরে সাদা সাদা কাশফুলে পদ্মারচর গিয়েছে ভরে সে এক অপূর্ব দৃশ্য। বর্ষাকালে আবর্জনা নদীর স্রোতে ভেসে গেল ও শীতকালে আবর্জনার স্তুপ পচে গলে পরিবেশ দূষিত হওয়ারফলে পর্যটকদের জীবন দুর্বিসহ হয়ে পড়ে। এব্যাপারে বাজার কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগেরচেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি ।