প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ১৯:১৫
ফরিদগঞ্জে জেল হত্যা দিবসের আলোচনা সভায়
জাতীয় চার নেতার হত্যার ষড়যন্ত্রকারী বিচারের আওতায় আনতে হবে : আবুল খায়ের পাটওয়ারী
জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার স্মরণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ নভেম্বর বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলা লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ^স্ত সহচর ছিলেন জাতীয় এই চারনেতা। পাকিস্তানীরা স্বাধীনতার পুর্বে এবং স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুকে নানা ভাবে হত্যার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু জাতীয় এই চারনেতার বারংবার সাহসী ভুমিকা এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের কারণে পাকাস্তানীরা তাকে মারতে পারেনি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর খুনীরা জাতীয় চার নেতাকে বশে আনতে নানা পন্থা অবলম্বন করেন। কিন্তু কোন কিছুতেই না পেরে তাদের জেলেই হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে শুধু নেতৃত্বশুন্যই করেনি, এদেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে। এরপর জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ক্ষমতায় এসে এদেশকে রাহুমুক্ত করতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। যুদ্ধাপরাধিদের বিচার করেছেন। এখন দাবি একটাই জাতীয় চারনেতার হত্যারকারীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে।
আলোচনা শেষে ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান খন্দকার মিলাদ ও দোয়া পরিচালনা করেন।