শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ২০:৪৫

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ

সেবার দিক থেকে চাঁদপুর পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে : জিল্লুর রহমান জুয়েল

গোলাম মোস্তফা
সেবার দিক থেকে চাঁদপুর পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে : জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর পৌর কর্মচারী সংসদ প্লাজার ৩য় তলায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান (জুয়েল)।

পৌর মেয়র বলেন, শুধু নিজেদের উন্নয়নে নয়, পৌরসভার উন্নয়নেও কাজ করতে হবে। শুধু মেয়র ও সচিবের নতুন গাড়ি হলে চলবে না, সেই গাড়ি চলার জন্যে রাস্তাও ভালো হতে হবে। মানুষকে সেবা দিতে হবে, তারা যেনো আপনাদের সেবা নিয়ে অভিযোগ করতে না পারে। সকলের সহযোগিতায় সেবার দিক থেকে চাঁদপুর পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি আবদুর রশিদ সরদারের সভাপ্রধানে ও চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দন ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাডঃ হেলাল হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, নির্বাচন কমিশনার ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, সদস্য সচিব ও চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুসলিম বেপারী। নবনির্বাচিতদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক), সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, কাউন্সিলর মামুনুর রহমান দোলন, ইউনুছ সোহেব, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, মোঃ হাবিবুর রহমান দর্জি, আলমগীর গাজী, খাইরুল ইসলাম নয়নসহ চাঁদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৩ বছরের জন্যে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক), সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদির ঢালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত উল্যাহ বেপারী, ক্রীড়া সম্পাদক মোঃ এমদাদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক বদিউল আলম (বদু), মহিলা সম্পাদিকা আফরোজা খানম, সহ-মহিলা সম্পাদিকা নুরুন নাহার, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ রাফি রাসেল, শাহাজাদী হ্যাপী, আঃ কাদের মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন ও আঃ কাদির গাজী।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন গোপাল চন্দ্র। শপথবাক্য পাঠ করার পূর্বে প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান (জুয়েল) নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়