শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৭:১৪

শাহরাস্তি উপজেলা পরিষদের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নাসরিন জাহান সেফালীর শপথ গ্রহণ

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা পরিষদের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নাসরিন জাহান সেফালীর শপথ গ্রহণ

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহিলা হিসেবে প্রথম বারের মতো শপথ নিলেন নাসরিন জাহান চৌধুরী সেফালী। আজ সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। নাসরিন জাহান চৌধুরী সেফালীকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এই শপথের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কোন মহিলার যাত্রা শুরু হলো ‌। এরপূর্বে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হাসিনা আক্তার ও কামরুন্নাহার কাজল। গত ২৬ মার্ঢ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। করোনার প্রাদূর্ভাব কিছুটা কমে আসায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামীলীগের মনোনয়ন লাভ করেন নারী নেত্রী প্রয়াত ফরিদ উল্লাহ্ চৌধুরীর সহধর্মিণী নাসরিন জাহান সেফালী। উক্ত নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজ ১৩ অক্টোবর নাসরিন জাহান সেফালী শপথের মাধ্যমে তার স্বামীর শূন্য স্হানে স্হলাবিশক্ত হলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়