শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১২:৩৪

দৈনিক চাঁদপুর কন্ঠে সংবাদ প্রকাশের পরও

চাঁদপুর সেচ প্রকল্পের বেড়ীবাঁধে লোক দেখানো গর্ত ভরাট

মোঃ শরীফুল ইসলাম
চাঁদপুর সেচ প্রকল্পের বেড়ীবাঁধে  লোক দেখানো গর্ত ভরাট

গত ৩১ আগস্ট দৈনিক চাঁদপুর কন্ঠে প্রকাশিত ‘চাঁদপুর সেচ প্রকল্পের বেড়ীবাঁধের ক্ষত দিন দিন বড় হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বেড়ীবাঁধ এলাকার স্থানীয় জনসাধারণ বলেন, প্রায় এক দেড় মাস আগে কিছু সরকারি কর্মকর্তা এসে রাস্তা পরিদর্শন করে যান। চাঁদপুর কন্ঠে প্রকাশিত সংবাদের পরপরই রাস্তা পরিদর্শন করেন সেচ প্রকল্পের কর্মকর্তারা। এলাকাবাসীর ভাষ্য, এই অল্প কদিন আগে দেখলাম রাস্তার গর্তগুলোর পাশে পাওয়ার ট্রলি দিয়ে বালু ফেলে গেল। পরবর্তীতে সামান্য কিছু ইটের কংক্রিট এবং বালু দিয়ে গর্তগুলো ভরাট করেছে। এলাকাবাসীর ধারণা ভারী বৃষ্টি হলে এ গর্ত ভরাট টিকবে না।

যেখানে চাঁদপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যয় বহুল প্রকল্প হচ্ছে বাঁধ ও সেচ প্রকল্পের বেড়ীবাঁধ। সেই জায়গায় যদি এরকম লোক দেখানো কার্যক্রম চলে আর ভবিষ্যতে যদি বড় কোন বিপর্যয় ঘটে তবে এর দায় কে নিবে ? এলাকাবাসীর দাবি তামাসার ছলে যেন চাঁদপুর সেচ প্রকল্পের বেড়ীবাঁধ এবং মেঘনা নদীবাঁধের কাজ করা না হয়। কারন বিগত বছরগুলোর মেঘনা নদীর তান্ডব। পুরোনো খবরের কাগজগুলোতে অথবা যারা মেঘনার করাল গ্রাসে ভুক্তভোগী একমাত্র তারাই বলতে পারবে চাঁদপুরে মেঘনা নদীর তান্ডব কত ভয়ংকর ছিলো। তাই চাঁদপুর সেচ প্রকল্পের বেড়ীবাঁধের তথা চাঁদপুরের মাটি রক্ষার্থে সরকারের উপরের মহলের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় জনসাধারণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়