প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৯:৩০
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলা পরিষদের পক্ষ থেকে
চাঁদপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনপঞ্জি ও জাতীয় পতাকা দেয়া হচ্ছে : আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো এ বর্ষেই বাস্তবায়ন হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলা পরিষদের পক্ষ থেকে চাঁদপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনপঞ্জি (জন্ম থেকে শাহাদাত পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা) ও জাতীয় পতাকা দেয়া হচ্ছে। ভূমিহীন অসহায় মানুষকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর করে দেয়া হচ্ছে। চাঁদপুর-কুমিল্লা সড়কে সুদৃশ্য বঙ্গবন্ধু গেট চালু করা হয়েছে। এছাড়া সারা জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে জেলা পরিষদের মাধ্যমে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট। তিনি সোমবার (১১ অক্টোবর) চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
|আরো খবর
জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য রওনক আরা রত্না, সদস্য নূরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল হোসেন মিয়াজী, আল-আমিন ফরাজী, এসএম আল মামুন সুমন, সালাউদ্দিন ভ্ূঁইয়া, বিল্লাল হোসেন, মোঃ জুবায়ের, মোঃ তুহিন, মশিউর রহমান মিটু, মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস, আয়েশা আক্তার লিলি প্রমুখ।
উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (চ. দা.) শেখ মহিউদ্দিন রাসেল, প্রধান সহকারী মুজিবুর রহমান, সার্ভেয়ার নাসির উদ্দিন, উচ্চমান সহকারী কুদ্দুস ভাট, মোক্তার হোসেন, অফিস সহকারী সায়েম পাটওয়ারী প্রমুখ।