প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫
জুলাইযোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার দোয়া মাহফিল

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে জুলাইযোদ্ধা ওসমান হাদির মৃত্যুতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জুলাইযোদ্ধা ওসমান হাদির জান্নাতে উচ্চ মাকাম প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
|আরো খবর
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ওসমান হাদি ছিলেন ন্যায়ের প্রতীক। সে জন্যেই ফ্যাসিবাদীরা তাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা সংকট থেকে উত্তরণে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও দ্বীনের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। খেলাফত মজলিস দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা ঈমানদারদের অন্যতম দায়িত্ব। সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দ্বীনি চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম, মাওলানা ইয়াসিন, সহ-সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, মাওলানা কবির হোসাইন , সেলিম রেজা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মো. জহিরসহ শহর শাখার নেতৃবৃন্দ, ছাত্র মজলিস ও অঙ্গ-সংগঠনের দায়িত্বশীলগণ।
অনুষ্ঠান শেষে দেশবাসীর শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল প্রকার জুলুম-নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।








