প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২৪
*চাঁদপুরে ৭০০তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন*

বাংলাদেশ স্কাউটসের কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে কুমিল্লা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর সদর উপজেলার ব্যবস্থাপনায় ৭০০তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা কমিশনার ও কোর্স লিডার মো. শাহজাহান সিদ্দিকী (সিএলটি)-এর সভাপতিত্বে অতিথি হিসেবে দিনব্যাপী কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ হোসেন, সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. নেয়ামত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম খান এবং চাঁদপুর সদর উপজেলা স্কাউটস সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী।
দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ৪ জন প্রশিক্ষক ও ৩ জন কোর্স স্টাফ








