শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২১:০৪

শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

'কারো দয়ায় পাইনি দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ' এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলার সদস্য সচিব মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির সদস্য মো. সানাউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের চাঁদপুর জেলা আহ্বায়ক অ্যাড. ফরহাদ হোসেন ফয়সাল, মুক্তিযোদ্ধা আমির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদল, শেখ মহিউদ্দিন রাসেল ,

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব জাকির হোসেন, জেলা কমিটির  সদস্য ওমর ফারুক পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের চট্টগ্রাম বিভাগীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা কমিটির সদস্য  মোহাম্মদ নূরে আলম।

সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক শাহজাহান পাটোয়ারী।

সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের শাহরাস্তি উপজেলার নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

আবু তৈয়ব মো. সেলিমকে  আহ্বায়ক, সাইফুল ইসলাম মানিককে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল কুদ্দুস ভূঁইয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কমান্ডের কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী দু মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান জানান জেলা কমিটি।

সভায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, চাঁদপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক অ্যাড. ফরহাদ হোসেন ফয়সালের হাতে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য , শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি গণমাধ্যমকর্মী ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়ের লিখা স্মৃতি সমাহার বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়