শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:৪০

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সাক্ষাৎকার-৬

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য হওয়া সোনার হরিণের মতো ছিলো

------------আমিন আহমেদ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য হওয়া সোনার হরিণের মতো ছিলো
চাঁদপুর রোটারী ক্লাবের সহযোগী সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি উৎসব উপলক্ষে ধারাবাহিক সাক্ষাৎকারের ধারাবাহিকতায় চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি আমিন আহমেদ। তিনি ১৯৯১-৯২ রোটারী বর্ষে সভাপতি ছিলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন রো. কাজী আজিজুল হাকিম নাহিন (আইপিপি) এবং রো. ব্যভিন্টন দাশ কিরণ (তথ্য বিষয়ক সদস্য)।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে আপনাকে স্বাগত জানাই। কেমন লাগছে?

আমিন আহমেদ : পঞ্চাশ বছরপূর্তিতে সাক্ষাৎকার দেওয়া আমার কাছে গর্বআনন্দের২৫ বছর পূর্তিতে ছিলাম, আর এখন ৫০ বছর—এটা সত্যিই বিশেষ অনুভূতি।

চাঁদপুর কণ্ঠ : আপনি কীভাবে ক্লাবে যুক্ত হলেন?

আমিন আহমেদ : ১৯৮৮ সালে আব্দুর রহমান নাসিম সাহেবের আমন্ত্রণে আমরা ছয় বন্ধু জাফলং যাই এবং রোটার‌্যাক্টের সাথে যুক্ত হই। বন্ধুদের নাম—আনোয়ার হাবিব কাজল, মাইনু, সমির পাল, মাহমুদুর রহমান, রেজাউর রব রাজু ও আমি।

চাঁদপুর কণ্ঠ : রোটার‌্যাক্ট ক্লাব আপনার জীবনে কী পরিবর্তন এনেছে?

আমিন আহমেদ : ক্লাবটি আমাকে দিয়েছে নেতৃত্ব, বক্তৃতা, সাহস, উত্তম আচরণ—যা আমার জীবনের মূল্যবান সম্পদ।

চাঁদপুর কণ্ঠ : ক্লাব নিয়ে কোন বিষয়টি সবচেয়ে গর্বের?

আমিন আহমেদ : এটি বাংলাদেশের ২য় চার্টারপ্রাপ্ত রোটার‌্যাক্ট ক্লাব। দ্বিতীয় হলেও কাজের ক্ষেত্রে ছিলো নাম্বার ওয়ান। আর বাংলাদেশে প্রথমবারের মতো ৫০ বছরপূর্তি উদযাপনের গৌরব অর্জন করেছে।

চাঁদপুর কণ্ঠ : গত ৫০ বছরে কোন মানবিক প্রকল্পগুলো উল্লেখযোগ্য?

আমিন আহমেদ : অসংখ্য প্রকল্প আছে। ১৯৯৪ সালের বালারচর প্রাকৃতিক দুর্যোগে রোটার‌্যাক্টের ত্রাণ তৎপরতা ছিলো অবর্ণনীয়। এছাড়া ১৯৭৫ সাল থেকে দাতব্য চিকিৎসালয় সবচেয়ে উল্লেখযোগ্য।

চাঁদপুর কণ্ঠ : স্থানীয় যুবকদের সমাজসেবায় যুক্ত করতে ক্লাব কী করছে?

আমিন আহমেদ : আমাদের স্লোগান—“বন্ধুত্বের মাধ্যমে সেবা”। এটি যুবদের সমাজসেবায় অনুপ্রাণিত করে।

চাঁদপুর কণ্ঠ : আগামী ৫ বা ১০ বছরে ক্লাবকে কোথায় দেখতে চান?

আমিন আহমেদ : ভবিষ্যতে নতুন নতুন কার্যক্রমের মাধ্যমে ক্লাবটি আরও দীর্ঘমেয়াদে টিকে থাকার শক্তি অর্জন করবে—এটাই আমার স্বপ্ন।

চাঁদপুর কণ্ঠ : নতুন প্রজন্মকে নেতৃত্বে আনতে কী করা উচিত?

আমিন আহমেদ : তাদের মধ্যে রোটার‌্যাক্ট সম্পর্কে ধারণা দিতে হবে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়—এটি ব্যক্তিত্ব গঠন ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম

চাঁদপুর কণ্ঠ : কিশোর-তরুণদের জন্য বার্তা?

আমিন আহমেদ : অহেতুক আড্ডার সময় নষ্ট না করে রোটার‌্যাক্টে যুক্ত হও। এতে খারাপ চিন্তা থেকে দূরে থাকা যায়, নতুন বন্ধু পাওয়া যায়, ভবিষ্যৎ সুন্দর হয়।

চাঁদপুর কণ্ঠ : তরুণদের রোটার‌্যাক্টে যুক্ত হতে কীভাবে উৎসাহ দেবেন?

আমিন আহমেদ : রোটার‌্যাক্ট আমাকে ২৮টি জেলা ভ্রমণের সুযোগ দিয়েছে। মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়—তা শিখিয়েছে। এই অভিজ্ঞতার মজাই তরুণদের আকৃষ্ট করবে।

চাঁদপুর কণ্ঠ : আর কিছু বলতে চান?

আমিন আহমেদ : চাঁদপুর রোটার‌্যাক্ট এমন এক ক্লাব, যার সদস্য হওয়া ছিলো সোনার হরিণের মতো। আমি চাই, ক্লাবটি নিয়ম-নীতিযোগ্য নেতৃত্বে আরও এগিয়ে যাক।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়