প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:৩৯
দলিলে থাকা পয়েন্ট ৮৩ শতাংশ বসতভিটা লীজ হয়ে যাওয়ায় পাগলপ্রায় শফিক আহমেদের উত্তরসূরিরা

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায় অবস্থানরত শফিক আহমেদের উত্তরসূরিরা দলিলে থাকা .৮৩ শতাংশ বসতভিটা লীজ হয়ে যাওয়ায় তারা এখন পাগলপ্রায়।
জানা যায়, শফিক আহমেদের উত্তরসূরি সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ পৈত্রিকসূত্রে পাওয়া দলিল অনুযায়ী ১৩.৬৭ শতাংশ জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। শফিক আহমেদের উত্তরসূরি সকল ভাই-বোন তাদের জায়গা বিক্রি করলেও মেজবাহ উদ্দিন আহমেদ ৩.৮৩ শতাংশ জায়গায় বসবাস করছেন। অনিবার্য কারণবশত উপরে যুক্ত জায়গার পয়েন্ট ৪৬ শতাংশ জায়গা বিএস থেকে বাদ পড়ে যায়। ফলে তার জায়গা হয়ে যায় ৩.৩৭ শতাংশ। গত ১৭ আগস্ট রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ( সদর এসিল্যান্ড) মোহাম্মদ ইমরান খানের উপস্থিতিতে পার্শ্ববর্তী লীজকৃত জায়গায় বসবাসরত তাপস সাহা ও জ্যোৎস্না রাণীর আবেদনের প্রেক্ষিতে সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদের বিএস-এ না থাকা পয়েন্ট ৪৬ শতাংশসহ মোট পয়েন্ট ৮৩ শতাংশ জায়গা লীজকৃত জায়গা ঘোষণা করে তাপস সাহার নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, জায়গাটির অবস্থান তাপস সাহার পিছনের দিক এবং মেজবাহ উদ্দিন আহমেদের যাতায়াত পথসহ সামনের দিক। এরই প্রেক্ষিতে শফিক আহমেদের উত্তরসূরি সৈয়দ মেজবাহ বিন আহমেদের যাতায়াতের জায়গা আটকা পড়ে যায়। ফলে সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও তার পরিবার চলাচলের রাস্তাবিহীন হয়ে এখন অনেকটা ঘরবন্দী।
সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও তার পরিবার জানায়, আমাদের ভুলের কারণে পয়েন্ট ৪৬ শতাংশ জায়গা বিএস-এ না থাকায় সরকার কর্তৃক পয়েন্ট ৪৬ শতাংশ জায়গা বিএস-এ সংযুক্ত করার জন্য দ্রুত সহযোগিতা চাই। এছাড়া তাপস সাহাকে লীজ প্রদানকৃত পয়েন্ট ৮৩ শতাংশ জায়গা আমাদেরকে লীজ প্রদান করলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। যেহেতু উপযুক্ত পয়েন্ট ৮৩ শতাংশ জায়গা তাপস সাহার পিছনের দিক, আমাদের মনে হচ্ছে জায়গাটি তাদের একেবারে অপ্রয়োজনীয়, যা আমাদের কাছে স্বর্গ পাওয়া হবে। তাই উপযুক্ত পয়েন্ট .৮৩ শতাংশ জায়গা আমাদেরকে লীজ প্রদান করলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো।