প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:৫৬
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫
রেমিট্যান্স যোদ্ধা দিবসে তিনজনকে সম্মাননা প্রদান

চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।
|আরো খবর
চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদেশে যারা আছেন তারা ছাত্রদের সাথে একসঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিবিসি, সিএনএন, আলজাজিরা, এই সকল সংবাদ মাধ্যমে প্রকাশিত নিউজে দেখেছি।
তিনি বলেন, বাংলাদেশের লোকজন তখন তেমন একটা বিশ্বাস করতে পারেননি। অথচ তারা প্রকাশ্যে বিদেশে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিদেশীদের সামনে আন্দোলনকে তুলে ধরেছেন এই প্রবাসীরাই। তখন রেমিট্যান্স যোদ্ধারা দেশে টাকা পাঠাবেন না বলেও একটা নিউজ প্রচারিত হয়েছিল। পরে সরকার বড়ো ধরনের একটা চাপে পড়েছে। সর্বোপরি প্রবাসীদের জুলাই আন্দোলনে ভূমিকা প্রশংসনীয় বলে দাবি করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. শফিকুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে 'জুলাই পুনর্জাগরণ' রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেমিটেন্স যোদ্ধা জামাল মোল্লা ও রেমিট্যান্স যোদ্ধা নূর মোহাম্মদ (সিআইপি)।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম।
এ সময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন : ১| জামাল হোসেন মোল্লা, গুয়াখোলা, চাঁদপুর সদর, চাঁদপুর| টাকার পরিমাণ ১৪ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৩৩৮ টাকা (সংযুক্ত আরব আমিরাত), জনতা ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখা, চাঁদপুর;
২| মোহাম্মদ মজিবুর রহমান, হাজী মহসিন রোড, চাঁদপুর সদর, চাঁদপুর। টাকার পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৩১৫ টাকা (সংযুক্ত আরব আমিরাত), জনতা ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখা, চাঁদপুর;
৩। মো. শফিকুল ইসলাম জিয়া, রাধাসার, হাজীগঞ্জ, চাঁদপুর, টাকার পরিমাণ
৩ কোটি ৭০ লাখ টাকা (সংযুক্ত আরব আমিরাত), জনতা ব্যাংক পিএলিস, চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর|অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতু। অনুষ্ঠানে সমাপনী ও সভাপতির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো জনতা ব্যাংক পিএলসি, চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর; শিরিন আক্তার, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চঁদপুর; মো. নেছার উদ্দিন, ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁদপুর; মো. আলী হোসেন, সহকারী পরিচালক, ওয়েলফেয়ার সেন্টার, চাঁদপুর; এ কে এম মাহাতাব উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার, সিসিডিএ, চাঁদপুর
(সেন্টার ফর কিমউিনিট ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স)।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা প্রদান ও প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়।