শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৪:১৭

হাজীগঞ্জে ১৪৭ গাড়ি চেক করেছে যৌথবাহিনী

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ১৪৭ গাড়ি চেক করেছে যৌথবাহিনী
সড়কে শৃঙ্খলা ফেরাতে হাজীগঞ্জে যৌথবাহিনী যানবাহনে অভিযান পরিচালনা করছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ আর্মি ক্যাম্পসহ যৌথবাহিনী ১৪৭ টি মোটরচালিত গাড়ি চেক করেছে। এতে মোট  ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

হাজীগঞ্জ-রামগঞ্জ- নোয়াখালী আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা বিশ্বরোডে শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ১৪৭টি গাড়ি চেক করে  ১১টি মোটরসাইকেল জব্দ, ৮ টি মামলা মিলিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযানে অংশ নেন হাজীগঞ্জ সেনা ক্যাম্প, হাজীগঞ্জ ট্রাফিক পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়