প্রকাশ : ১২ মে ২০২৫, ১৮:৪৭
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালামের সস্ত্রীক হজ্বে গমন

শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. আবুল কালাম এবং তাঁর সহধর্মিণী, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মনোয়ারা খানম পবিত্র হজ্ব পালনের জন্যে সোমবার (১২ মে ২০২৫) বিকেল ৫ টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানে পবিত্র মদিনা শরীফে গমন করেছেন। সময়ের অভাবে তিনি অনেকের সাথে সরাসরি কিংবা মুঠোফোনে যোগাযোগ করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। দুজনেই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের নিকট দোয়া চেয়েছেন, যাতে সুস্থ এবং নিরাপদে হজের যাবতীয় কর্মকাণ্ড সঠিকভাবে পালন করতে পারেন। এছাড়া উভয়ে চলার পথে কারো সাথে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভুলত্রুটি করে থাকলে তার জন্যে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন।