প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১:১৪
ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেজুরতলা ঈদগাহ মুলাম বাড়ি সংলগ্ন মাঠে দিনব্যাপী এলাকার অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (৩ মে ২০২৫) সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদগঞ্জের কৃতী সন্তান ডা. আমিনুল ইসলাম সুমন, ডা. আহমেদ শরীফ ও ডা. আল মামুন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলোর কাফেলা ফাউন্ডেশনের সভাপতি আহমেদ আরমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, সহ-সভাপতি গোলাম রাব্বি, অর্থ সম্পাদক আব্দুল্লাহ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মহিম উদ্দিন, ইসরাফিল হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল নিরব প্রমুখ।