মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:১৩

চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দু দফা দাবিতে কর্মবিরতি

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দু দফা দাবিতে  কর্মবিরতি
চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দুই দফা দাবিতে কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীরা ।

সারা বাংলাদেশে একযোগে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দু দফা দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে। সেমতে

চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

সোমবার (৫ মে ২০২৫ ) সকল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাদির ঢালীর সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে জেলা বিচার বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।

এ সময় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্যের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন । তারা বলেন, বিচার বিভাগের জন্যে সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখতে হবে।

এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা সহ-সভাপতি মো. মামুন মিয়া, আনোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক শাহআলম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শামীম, নৃপেন্দ্র দাস, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, মাহবুব আক্তার, প্রচারক প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা আরো বলেন,

আমাদের যুক্তিযুক্ত দাবি আদায় না হলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়ে সরকার ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়