শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৬

ঝুঁকিপূর্ণ ব্রিজ অগ্নিকাণ্ড নির্বাপণে প্রতিবন্ধক

গুরুত্বপূর্ণ বিদ্যাবতী খাল হারিয়ে যাচ্ছে

গুরুত্বপূর্ণ  বিদ্যাবতী খাল  হারিয়ে যাচ্ছে
জিটি রোড উত্তর বিষ্ণুদীতে ঐতিহ্যবাহী বিদ্যাবতী খাল দখল, দূষণ ও অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হওয়ার দৃশ্য।
মো. আবদুর রহমান গাজী

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ টেকনিক্যাল স্কুল এলাকা থেকে শুরু হয়ে বিদ্যাবতী খাল একসময় মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছিলো। খালটি ছিলো বাবুরহাট, শাহতলী, বাকিলা, বিষ্ণুদী ও মাঝিবাড়ি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ নৌ চলাচলের পথ। একইসাথে চাঁদপুর শহরের বিশাল অংশ এবং কয়েকটি উপজেলা শহরের পানি নিষ্কাশনের প্রধানতম মাধ্যম। এই খাল দিয়ে নৌযান চাঁদপুর শহরের পুরাণবাজার পর্যন্ত যাতায়াত ও পণ্য পরিবহন করতো। অথচ বর্তমানে সেই খাল দখল, দূষণ ও অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও কোথাও পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিএস জরিপ অনুযায়ী খালের বর্তমান অবস্থার সঙ্গে বাস্তবতার মিল নেই।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া চাঁদপুর কণ্ঠকে জানান, বিদ্যাবতী খালটি সংস্কারের জন্যে ইতোমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া জিটি রোড উত্তর বিষ্ণুদী ও সামু গাজী বাড়ি সংলগ্ন এলাকাগুলোও আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। বাজেট না থাকলেও খাল ও আশপাশের অবকাঠামো নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের জন্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে জিটি রোড উত্তর বিষ্ণুদী ও সামু গাজী বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজটি। সম্প্রতি মো. মোখলেছুর রহমান তালুকদারের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের বড়ো গাড়ি ওই ব্রিজ দিয়ে যেতে পারেনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ব্রিজটি ভাঙ্গাচুরা ও সংকীর্ণ হওয়ায় আমাদের ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় নি, তাতে আগুন নেভাতে বিলম্ব ঘটে। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বড়ো ধরনের দুর্ঘটনা ভাগ্যক্রমে এড়ানো গেছে।

চাঁদপুর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, চাঁদপুরের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা সরু হওয়ায় অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের বড়ো গাড়িগুলো সহজে প্রবেশ করতে পারে না। কোনো কোনো স্থানে গাড়ি প্রবেশ করলেও ঘোরাতে না পারায় কাজ করতে সমস্যা হয়। এ কারণে খাল ও ব্রিজের পাশাপাশি রাস্তার অবকাঠামোও উন্নয়নের দাবি রাখে।

এলাকাবাসী জানান, এই খাল এবং ব্রিজ এখন সংস্কার না করলে ভবিষ্যতে বড়ো দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। পৌর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি।

চাপা কান্নার মধ্যে হারিয়ে যাওয়া বিদ্যাবতী খাল ও ঝুঁকিপূর্ণ ব্রিজ আজ চাঁদপুর শহরের এক অশনি সংকেত। যথাসময়ে কার্যকর উদ্যোগ না নিলে হারিয়ে যাবে শহরের একসময়ের গুরুত্বপূর্ণ জলপথ ও নিরাপদ যাতায়াতে সুযোগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়