প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৯
ফরিদগঞ্জে কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতারণার মাধ্যমে পাঁচজন গ্রাহকের ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার উপশাখার এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
|আরো খবর
বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বিকেলে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
পাঁচজন গ্রাহকের মধ্যে মো. বদিউজ্জামান বেপারীর ৩৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা, রুনা বেগমের ২৮ লাখ টাকা, মো. নেছার আহম্মেদের ২৭ লাখ ৫০ হাজার টাকা, মাহফুজুর রহমানের ১৭ লাখ টাকা এবং সাকিব ট্রেডার্সের ৬ লাখ ৫০ হাজার টাকা। মোট ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেন।
আত্মসাৎকারী হলেন মো. জসিম উদ্দিন (৪১) মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার উপশাখার এক্সিকিউটিভ অফিসার। তিনি মতলব উত্তর উপজেলার বড় হলুদিয়া প্রধান বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জসিম উদ্দিন গত ২০ ফেব্রুয়ারি ব্যাংকের ঋণ গ্রাহক মাহফুজুর রহমান ও ডিপোজিটর মো. বদিউজ্জামান বেপারীর অনুমতি ছাড়া তাদের অ্যাকাউন্ট থেকে আরটিজিএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে ২৩ লাখ ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন। এ ছাড়া গ্রাহক রুনা বেগমের বিনা অনুমতিতে সুপার মুনাফা হতে ৩২ লাখ টাকা এসওডি (এসএস) করে এবং উক্ত টাকার মধ্য হতে ৩০ লাখ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে আরটিজিএস করেন। এ ছাড়া ঋণ গ্রাহক নেছার আহম্মেদের এসওডি (এসএস) লিমিট সম্পূর্ণ অবৈধভাবে বৃদ্ধি করে ২৭ লাখ ৫০ হাজার টাকা সাকিব ট্রেডার্স নামীয় হিসাবে ট্রান্সফার করেন এবং পরবর্তীতে সাকিব ট্রেডার্সের চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করেন। এরপর গত ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন ব্যাংক হিসাবে ১৬টি আরটিজিএস আর মাধ্যমে ৬৫ লাখ ৬৭ হাজার ৪১০ টাকা আত্মসাৎ করেন।
এর প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন। তারই ধারাবাহিকতায় দুদকের চাঁদপুর জেলা কার্যালয় জিডির তদন্ত করেন। তদন্ত শেষে মঙ্গলবার দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
চাঁদপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন বলেন, অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, চান্দ্রা বাজার উপশাখা, ফরিদগঞ্জ, চাঁদপুর উপশাখার পাঁচজন গ্রাহকের ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়। তদন্তকালে এই অপরাধের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে। সূত্র : ঢাকা পোস্ট।