প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৪
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদ
চাঁদপুর শহরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বাদ জুমা চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বর থেকে খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে যে গণহত্যা চালানো হচ্ছে তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শত শত নারী-শিশু নিহত, ঘরবাড়ি ধ্বংস এবং মানবিক বিপর্যয়ের মধ্যে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা আরো বলেন, ভারত সরকারের হিন্দুত্ববাদী নীতির ফলে মুসলমানরা সেখানে দিনদিন অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে বিতর্কিত ওয়াকফ বিল মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক অস্তিত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। এই বিল অবিলম্বে বাতিল করতে হবে।
বক্তাগণ যেসব দাবি উত্থাপন করেন :
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের কার্যকর ভূমিকা;
ইসরায়েলের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন;
ভারতের ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ; বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদে ফিলিস্তিনের পক্ষে নিন্দা প্রস্তাব পাস।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার সভাপতি মাও. সুলতান আহমদ এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক আবু বকর খান। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাও. আবুল কালাম আযাদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা বায়তুল সম্পাদক রাফিসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।