প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৭
বৈশাখী বৃষ্টিতে স্বস্তি
'ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখির ঝড় তোরা সব জয়ধ্বনি কর'। ষড়ঋতুর চিরায়ত এই বাংলার বৈশিষ্ট্য হচ্ছে বৈশাখে ঝড়-বৃষ্টি হবে। কখনো কখনো এই ঝড় কালবৈশাখীতে রূপ নেবে।
চৈত্রের উত্তপ্ত রোদের পর বৈশাখে বৃষ্টি হলে সেটা যেমন জনমনে স্বস্তি আনে, তেমনি ধুলাময় পরিবেশও দূর হয়। তেমনি স্বস্তির বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫)।
চৈত্রের টানা কয়েকদিনের প্রচণ্ড উত্তাপের পর অবশেষে চাঁদপুরে নেমেছে এই স্বস্তির বৃষ্টি। এতে তপ্ত শহরে শীতলতা নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস ছিলো বৃষ্টি হতে পারে। হয়েছেও। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ চাঁদপুরে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। অনেক জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। চাঁদপুর শহরের ওয়াপদা এলাকার স্যাটকো সিএনজি পাম্পের সামনে বৃষ্টির পানি জমে নালায় পরিণত হয়। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় টেকনিক্যাল থেকে ওয়াপদা পর্যন্ত এই জায়গায় চারটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এদিকে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নামলেও কিছুটা ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ, পথচারী, ভ্রাম্যমাণ দোকানি, অফিসের চাকরিজীবী, আদালত পাড়ার আইনজীবীসহ বহু মানুষ। এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। বৃষ্টিতে ভিজতে হয়েছে স্কুল ফেরত ছাত্র-ছাত্রী ও রিক্সা-অটোবাইকের চালক ও যাত্রীদের।
জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন বেশি। কারণ, চাঁদপুরে বৃষ্টি হবে হবে অনুমান করা হলেও এতোদিন বৃষ্টি হচ্ছিল না। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বুধবার প্রচুর বৃষ্টি হয়েছে। ঐদিন চাঁদপুরে বৃষ্টি হয় নি। বৃহস্পতিবার প্রত্যাশিত সেই বৃষ্টির দেখা পেয়েছে চাঁদপুরবাসী। এদিন বেলা বাড়ার সাথে সাথে চাঁদপুরের আকাশে মেঘলা ও গুমোটভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বিকেল সাড়ে তিনটার পরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়।
শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছিলো, তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে।
স্থানীয়রা জানান, চাঁদপুরে এটাই চৈত্র-বৈশাখের প্রথম বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবেই হচ্ছে বৃষ্টি। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।