রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

ফরিদগঞ্জের কোনো আবাদি জমি যেন খালি না থাকে : ইউএনও সুলতানা রাজিয়া

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জের কোনো আবাদি জমি যেন খালি না থাকে  : ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার কোনো আবাদি জমি যেন খালি না থাকে সেজন্যে কৃষকদের সজাগ থাকতে হবে। কারণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে শুধু আপনি লাভবান হবেন না, পুরো দেশ লাভবান হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করে আপনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সরকার এজন্যে আউশ মৌসুমে উৎপাদন বৃদ্ধির জন্যে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করছে। আপনারা আবাদ বৃদ্ধি করেন। আপনাদের সহযোগিতার জন্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছেন। তারা সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার অর্ধ সহস্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সভাপতিত্বে এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়