প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৮:০৫
ফরিদগঞ্জে বিএনপির নববর্ষের শোভাযাত্রা ও বৈশাখী শুভেচ্ছা বিনিময়

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ও হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে উপজেলা সদরস্থ সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।
এদিকে শোভাযাত্রার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন।
তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দেন। একই সাথে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
এ সময়ে উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।