প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জমিয়াতুল মোদার্রেছীনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলিদের আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রোববার (১৩ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে এগারোটায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চাঁদপুর শহরের বাইতুল আমীন মসজিদের সম্মুখে দেশের মাদরাসা শিক্ষক- কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ ও মাদরাসা শিক্ষার্থীরা উপস্থিত থেকে বলেন, ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের নির্বিচারে হত্যা, গাজায় ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের আগ্রাসন-আধিপত্যবাদ এবং এ সকল কিছুর মদদদাতা রাষ্ট্রসমূহের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি ইয়াহুদীরা নিরীহ ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের গণহত্যার মাধ্যমে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। গত দেড় বছর যাবত এ গণহত্যার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মজলুম নিপীড়িত ফিলিস্তিনিদের আর্তনাদে পুরো বিশ্ব আজ প্রকম্পিত। হত্যাযজ্ঞ ও আবাসন ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনকে গোরস্তানে পরিণত করার মিশনে নেমেছে অভিশপ্ত ইয়াহুদী ইসরায়েলিরা। নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ কাউকেই ছাড় দিচ্ছে না এই নর পিশাচরা। তাদের পূর্বপূরুষদের আদর্শ তথা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত, হত্যা, অন্তঃকোন্দল সৃষ্টিসহ যত ধরনের অনৈতিক কর্মকাণ্ড রয়েছে তা অব্যাহত রেখেছে। অত্যাচার, অবিচার, অনাচারের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। এখন আর বসে থাকলে চলবে না। প্রয়োজনে ইসলাম ও মুসলমানদের রক্ষায় জীবন বিলিয়ে দিতে হবে। ইসরায়েলিদের পণ্য বয়কট করতে হবে। সমাবেশ শেষে এক বিরাট প্রতিবাদ মিছিল চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।
বাংলাদেশ জমইয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা সভাপতি এএইচএম আনোয়ার মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন
জেলার সাধারণ সম্পাদক চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার
অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, সাংগঠনিক সম্পাদক বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিমউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাও. মো. মমিনুল ইসলাম খান (উপাধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা), জেলার সহ- সাধারণ সম্পাদক মাও. মো. জিয়াউদ্দিন খন্দকার (সুপার, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা), ফরিদগঞ্জ উপজেলার সাবেক সেক্রেটারী মাও. মো. মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারী মাও. মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম ছাইফুল্লাহ, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ মাও. মো. মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. মো. আনিছুর রহমান, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহমদ প্রমুখ। বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাও. মো. জাকির হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি এএইচএম আনোয়ার মোল্লা।