শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২০:১৫

সারাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে 'কৃষিতেই বিস্ময়' ইউটিউব চ্যানেল : কৃষিবিদ চৈতন্য পাল

সারাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে 'কৃষিতেই বিস্ময়' ইউটিউব চ্যানেল : কৃষিবিদ চৈতন্য পাল
অনলাইন ডেস্ক

মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের

কৃষি ও কৃষকের উন্নয়নমূলক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল 'কৃষিতেই বিস্ময়'-এর সিলভার প্লে বাটন অর্জন কৃষক পর্যায়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) মতলব দক্ষিণ উপজেলার ৮নং ওয়ার্ডের মোবারকদী গ্রামে মাঠের মধ্যে কৃষকদের নিয়ে আমেরিকা থেকে প্রাপ্ত 'Krishitei Bishmoy' (কৃষিতেই বিস্ময়) youtube চ্যানেলের সিলভার প্লে বাটন আনবক্সিং কৃষকদেরকে দিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ চৈতন্য পাল। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. মোতাসীন হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, মতলব দক্ষিণ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হেলাল উদ্দিন ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও উপ-সহকারী কৃষি অফিসার মো. মোক্তার হোসেন।

বক্তাগণ উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁর এই উদ্ভাবনী সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। 'কৃষিতেই বিস্ময়' ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল এবং বাংলাদেশে চাষযোগ্য বিদেশি সকল ফল ফসলের সর্বাধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং রোগ, পোকামাকড়, আগাছা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ছাদ বাগানে ও বসতবাড়ির আঙ্গিনায় বিষমুক্ত নিরাপদ ফল ফসল উৎপাদনের লক্ষ্যে ৩০টি জৈব কীটনাশক ছত্রাকনাশক ও হরমোন বা ভিটামিন তৈরির ভিডিও নির্মাণ ও প্রচার করে অনন্য নজির সৃষ্টি করেছেন মনিরুজ্জামান । এ পর্যন্ত আপলোডকৃত সাত শতাধিক ভিডিও দেশি-বিদেশি ছয় লক্ষাধিক কৃষক কৃষাণী নিয়মিত দেখছেন।

পাশাপাশি Krishitei Bishmoy নামীয় ফেসবুক ফেজ ও গ্রুপ এবং Moniruzzaman Swapan নামীয় তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে সমসাময়িক পরামর্শমূলক শত শত ভিডিও আপলোড করে সারাদেশের কৃষির ইতিবাচক পরিবর্তনে অনন্য অবদান রেখে চলেছেন । গুরুত্বপূর্ণ ও জ্ঞানমূলক ভিডিও নির্মাণ ও প্রচার করে দেশ বিদেশে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন মনিরুজ্জামান।

কৃষি নিয়ে তাঁর মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে, সেখানে তিনি ঘরোয়া পদ্ধতিতে ৩০টি পরীক্ষিত কার্যকর জৈব বালাইনাশক তৈরি, সকল রোগ পোকা দমন ব্যবস্থাপনা ও দেশি-বিদেশি সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক ধারাবাহিক অভিনব কন্টেন্ট তৈরি ও প্রচার করে চলেছেন এবং সন্ধ্যার সময় বিভিন্ন বাজারে মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা বড়ো পর্দায় এই ভিডিওগুলো প্রদর্শন করে কৃষকদেরকে আধুনিক পরামর্শ সেবা দিয়ে আসছেন। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে সেই সম্ভাবনা ও ইচ্ছা বাংলাদেশের মানুষের মধ্যে জাগিয়ে তুলছেন তিনি। Krishitei Bishmoy ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেশের অনেক শিক্ষিত বেকার তরুণ ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীগণ কৃষি বিষয়ক ফার্ম তৈরি করে স্বাবলম্বী হয়েছেন।

উল্লেখ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চাঁদপুর সদরের শাহমামুদপুর ইউনিয়নের কুমারডুগী ব্লকে কর্মকালীন সময়ে তাঁর কর্তব্যপরায়ণতা ও ন্যায় নিষ্ঠার কারণে কৃষক, কৃষক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও তিনি নিজে জাতীয় কৃষি পদকসহ এগারোটি জাতীয় পুরস্কার ও নয়টি আঞ্চলিক পুরস্কারসহ মোট ২০টি পুরস্কার অর্জন করেছেন।

সারাদেশে কৃষকদের দোরগোড়ায় কৃষি সম্প্রসারণ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনি স্ব উদ্যোগে দিনরাত কঠোর পরিশ্রম করে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে লাগসই টেকসই পরিবেশবান্ধব

প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে তুলে ধরে কৃষি উন্নয়নে যে অবদান রাখছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি মোবারকদী গ্রামের কৃষক তৈয়ব আলী ও দিলীপ মিয়া এবং বীজ সার ও কীটনাশক ডিলারদের প্রতিনিধি চাঁদপুর বাবুরহাটের মাহবুব বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান তাদের বক্তব্যে 'কৃষিতেই বিস্ময়' ইউটিউব চ্যানেলের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন যে, এই চ্যানেলের সবচেয়ে বড়ো সুবিধাই হচ্ছে যে কোনো ভিডিওতে যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করে পরামর্শ চাইলে সাথে সাথেই পরামর্শ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়