প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২০:৩১
মতলবে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে ঝরে পড়লো ৮৪ শিক্ষার্থী

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন ঝরে পড়েছে ৮৪ জন শিক্ষার্থী। তার মধ্যে মতলব উত্তরে ৪৬ জন ও মতলব দক্ষিণে ৩৮ জন। এরা প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালে মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় ১০ কেন্দ্রের অধীনে ৩ হাজার ৮শ’ ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৩ হাজার ৭শ’ ৬৮ জন। অনুপস্থিত ছিলো ৪৬জন। তার মধ্যে এসএসসিতে ৩ হাজার ১শ’ ২০ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ২৮ জন। এসএসসি (ভোকেশনাল) ২শ’ ৩৮ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন ও দাখিলে ৪শ’ ২৮ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ১৩ জন। মোট অনুপস্থিতির মধ্যে ছাত্র ১২ জন ও ছাত্রী ৩৪ জন।
এসএসসিতে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৮ জন, বাগানবাড়ি আইডিয়াল একাডেমি কেন্দ্রে ৬ জন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৪ জন।
এসএসসি (ভোকেশনাল) সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৩ জন ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২ জন। দাখিলে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ১৩ ছিলো জন।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় ৭ কেন্দ্রের অধীনে ২ হাজার ৩শ’ ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ হাজার ৩শ’ ৪৪ জন। অনুপস্থিত ছিলো ৪৬ জন। তার মধ্যে এসএসসিতে ১হাজার ৬শ’ ৬৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ২১ জন। এসএসসি (ভোকেশনাল) ২শ’ ১৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৩ জন ও দাখিলে ৫শ’ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ১৪ জন।
মতলব দক্ষিণে এসএসসিতে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৬ জন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন ও আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন।
এসএসসি (ভোকেশনাল) মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৫ জন।
দাখিলে মতলব দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৫ জন ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত ছিলো ৫ জন।
মতলব উত্তর উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী জানান, উপজেলায় ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। প্রথমদিনের পরীক্ষাটি শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম জানান, উপজেলায় ৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। অনিয়ম করার কোনো সুযোগ নাই।