প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২২:৫৫
বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে : শেখ মুহাম্মদ জয়নাল আবদিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনে যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। সেখানে মা-বোন ও শিশুদের আর্তচিৎকার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় প্রতিনিয়ত। ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষাবলম্বন জানান দেয়ার সময় এসেছে। সময় এসেছে ইসরায়েলকে রুখে দেয়ার। আজ থেকে আমরা ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করবো না এবং খরিদও করবো না। বিশ্ববরেণ্য আলেম আল্লামা তাকী উসমানী ইসরায়েলি পণ্য হারাম ঘোষণা করেছেন। অতএব হারাম মাল আমরা কেউ খরিদ করে আমরা মা-বোন ও শিশু বাচ্চাদের পেটে, পিঠে বিদ্ধ হওয়া গুলি ক্রয়ের সুযোগ দেবো না।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ জোহর মজলুম গাজাবাসির আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি শহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ শরিফুল্লাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দীন মিয়াজী, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, ডালিম চৌধুরী, শরিফ মৃধা, মাওলানা আনসার আহমাদ, মাওলানা আবুল বাশার, মুফতি ইমরান হোসাইন, ডিএম ফয়সাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, সময় এসেছে তামাম দুনিয়া থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার। সময় এসেছে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার। নেতিনিয়াহু ফিলিস্তিনে হামলা করে দম্ভোক্তি করে বলেছে 'এই হামলাই শেষ নয়'। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নেতানিয়াহু তোমার দিন শেষ হয়ে আসছে। আজ সারা দুনিয়াবাসী তোমার প্রতি যে ঘৃণা, ক্ষোভ ও থুথু নিক্ষেপ করছে, সে ঘৃণা আর ক্ষোভের আগুনে তুমি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলও ধ্বংস হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অবিলম্বে ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিশাল এক গণমিছিল স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবাণী মোড়, চিত্রলেখা মোড়, কুমিল্লা রোড হয়ে বিপণীবাগ এসে জেলা সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।