প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৪
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা
শাহরাস্তিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখা। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কালীবাড়ি মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর কামাল হোসেন, সেক্রেটারী মাওলানা মাইনুদ্দিন, পৌর নায়েবে আমির বাদশা ফয়সাল প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। অতীতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ফ্যাসিস্ট ও জালেমদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। আমরা প্রতিশোধের অস্ত্র হাতে নিয়ে আগাবো ইনশাআল্লাহ, ফিলিস্তিনকে মুক্ত করেই দেশে ফিরবো।
এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনের জন্যে ফান্ড সংগ্রহের অনুরোধ জানানো হয়।