প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২২:২৭
মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ ২০২৫) উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাবের সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হানিফ পাটোয়ারী, নারায়ণপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মুন্সী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসির উদ্দিন মিয়াজী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পারভেজ, আশিকুর রহমান বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফাহিম মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সফিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিলেন নিউইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি মো. কবির পাটোয়ারী।