শনিবার, ২৯ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২১:১৩

নারী উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদের নিয়ে বিজয়ীর ইফতার

স্টাফ রিপোর্টার
নারী উদ্যোক্তা ও  সুবিধাবঞ্চিত নারী-শিশুদের নিয়ে বিজয়ীর ইফতার

চাঁদপুরে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাসহ সুবিধাবঞ্চিত নারী-শিশুদের সাথে নিয়ে ইফতার করলেন নারী উদ্যোক্তা তৈরীর প্রতিষ্ঠান বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। বুধবার (২৬ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজারের ভূঁইয়ার ঘাটে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে এই আয়োজন করা হয়। এ সময় তিনি চাঁদপুর শহরের দুই শতাধিক সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে ইফতার করেন।

বিজয়ীর তানিয়া ইশতিয়াক খান বলেন, আজ মহান স্বাধীনতা দিবস সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। প্রতি বছরের মত বিজয়ী এ বছরও আমাদের বোনদের সাথে ইফতার করার সুযোগ হয়েছে তার জন্য শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডা. শেখ মহসীন, সাধারণ সম্পাদক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রনি, নাগরিক টিভি ও কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক অমেরেশ দত্ত জয়, বিজয়ীর এডভাইজার মুন্নি নাসির, ইন্টারেক্ট ক্লাব অফ চাঁদপুরের প্রেসিডেন্ট সাহিরা নাসির, সাংবাদিক তালহা জোবায়ের, পুরানবাজারের সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়