মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২১:১৮

রাজনীতিক, বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে গণফোরামের ইফতার মাহফিল

পতিত স্বৈরাচার দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : অ্যাড.সেলিম আকবর

পতিত স্বৈরাচার দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : অ্যাড.সেলিম আকবর
জেলা গণফোরামের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর। ছবি : ইয়াসিন ইকরাম।
অনলাইন ডেস্ক

রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ, বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে ইফতারের আয়োজন করে চাঁদপুর জেলা গণফোরাম। 'বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই' এ স্লোগানে জেলা গণফোরামের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয় ।

শনিবার (২২ মার্চ ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে, যা মোটেই কাম্য নয়।

তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আগামীদিনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুরের সভাপতি অ্যাড. শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, জেলা গণআধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, চাঁদপুর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জেলা গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নবী, কেন্দ্রীয় গণফোরাম নেতা হাজী আশ্রাফ বাবু সরকার, গণফোরাম নেতা আলমগীর হোসেন, মিন্টু, সুমন, বিজয় মজুমদার, আলমগীর খান, মহিলা নেত্রী অ্যাড. জেসমিন, শরীয়তুনেচ্ছা শিল্পী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. দ্বীন ইসলাম। ইফতারপূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুস সালাম।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়