প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২১:৫৫
গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ : প্রতিবাদ- বিক্ষোভে উত্তাল চাঁদপুর

যুদ্ধবিরতি ভেঙ্গে গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল চাঁদপুর! শুক্রবার (২১ মার্চ ২০২৫) পবিত্র রমজান মাসে বিশ্বাসঘাতক অভিশপ্ত ইহুদী কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সারাদেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন সংগঠন ও তোহিদী মুসলমান ক্ষোভ-বিক্ষোভে ফুঁসে উঠেছেন। জুমার নামাজের পর চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। শহরের বাইতুল আমিন জামে মসজিদ সম্মুখে শপথ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। অপরদিকে চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠ এলাকা ও চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে 'আমি ছাত্রশিবির, চাঁদপুর শহর শাখা'। এছাড়া পুরাণবাজার বড় মসজিদ এলাকা থেকে তৌহিদী জনতা মিছিল বের করে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা, নির্মম গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপরে হামলা, বুলডোজার দিয়ে মসজিদ ও বাড়িঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে চাঁদপুরে বেশ ক'টি ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় । এ সময় মিছিলে ও শ্লোগানে উত্তাল হয়ে উঠে চাঁদপুর শহর।
|আরো খবর
ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান