বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২২:১২

ঢাকা তিতুমীর কলেজস্থ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে : মোস্তফা খান সফরী

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে : মোস্তফা খান সফরী
অনলাইন ডেস্ক

বুধবার (১৯ মার্চ ২৫) ঢাকা তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোস্তফা খান সফরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৪০ হাজারের অধিক ছাত্র-ছাত্রীর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এই তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ। আমার জানা মতে, চাঁদপুর জেলার অনেক মেধাবী ছাত্র-ছাত্রী এখানে অধ্যয়ন করছে। তাদের প্রতি আমার আহ্বান থাকবে, বাংলাদেশের সর্বক্ষেত্রে চাঁদপুরের শিক্ষিত ও মেধাবীদের মেধার স্বাক্ষর রাখতে হবে। এজন্যে সবার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে নিতে হবে। আমরা চাঁদপুরের জনগণ আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সারথী হতে চাই। চাঁদপুরের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ পূর্বেও ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও মেধাবীদের বিএনপির রাজনীতিতে স্বাগত জানাই। ঢাকা তিতুমীর কলেজস্থ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতী সন্তান অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম আশু, ভিপি হানিফ, সংগঠনের সাবেক সভাপতি ইসমাইল খান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক এমএ আউয়াল, ফয়েজ উল্ল্যা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রমুখ। ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়