বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৪:১৯

মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  রাস্তা নির্মাণের অভিযোগ
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মৃত আব্দুল গনি তালুকদারের ছেলে নাছির তালুকদারের ক্রয়কৃত জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণ করছে একই গ্রামের মৃত আমিন উদ্দিন তালুকদারের ছেলে হেদায়েত উল্লাহ নামে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ।

এলাকার একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণ করতে হলে দুই পাশের জায়গার মালিকদের সাথে আলোচনা করে এবং উভয় পক্ষের জায়গার মধ্য দিয়ে নির্মাণ করতে হয় । কিন্তু হেদায়েত উল্লাহ জোর করে নাছির তালুকদারের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করছে ।

এ বিষয়ে নাছির তালুকদার বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘোড়াধারী মৌজার ২৩৪ নং খতিয়ান নং-১০৫৩ হাল ২৬৮১/ ২৬৮৯ দাগে ০৬ একর জমিতে .১৪ একর ভূমির ওপর রাস্তা নির্মাণ করছে।

নাছির তালুকদার জানান, আমার ক্রয়কৃত জমিতে হেদায়েত উল্লাহ গং ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জোরপূর্বক বাঁশ দিয়ে ফাইলিং দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালায় । আমরা বাধা দিতে গেলে গালমন্দ ও হুমকি দিয়ে আসছে । তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখতে বল্লেও তারা নিষেধ অমান্য করে রাস্তা নির্মাণ করছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।

এ বিষয়ে হেদায়েত উল্লাহ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জায়গায় রাস্তা নির্মাণ করিনি। এটা সরকারি জায়গা, ওদের নিষেধাজ্ঞার জায়গা অন্য দাগে ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়