প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:২২
মতলব উত্তরে বিএনপির ইফতার মাহফিল
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : আলমগীর হোসেন সরকার

মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) উপজেলার সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চান্দ্রাকান্দি এসিএল মডেল একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বসির আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আহসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন সরকার বলেন, গত ১৭ বছর মতলবে বিএনপির দলীয় কার্যক্রম করতে গিয়ে অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি। আমরা ঈদেও বাড়িতে আসতে পারি নাই। এমনকি আত্মীয়-স্বজন মারা গেলেও তাদের জানাজায় আসতে পারি নাই। গত ১৭ বছর আমরা পালিয়ে পালিয়ে দুর্বিষহ জীবন-যাপন করেছি। যা ভাষায় বর্ণনা করার মতো নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা চাইলেই স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ক্রমেই নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করা যাবে না।