বুধবার, ১৯ মার্চ, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:০৩

জমে উঠেছে ঈদের কেনাকাটা : মার্কেট ও শপিংমলে মানুষের ভিড় বাড়ছে

জমে উঠেছে ঈদের কেনাকাটা : মার্কেট ও শপিংমলে মানুষের  ভিড় বাড়ছে
মো. মিজানুর রহমান

রোজার ঈদকে সামনে রেখে চাঁদপুরে জমে উঠেছে কেনাকাটা। ১৭ রমজান মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) শহরের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভিড় । পছন্দের জিনিসপত্র কিনতে মার্কেট থেকে মার্কেটে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। ঈদ কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। দেখে মনে হয় মার্কেটগুলোতে ঈদের আমেজ লেগেছে। জমে উঠেছে চাঁদপুরের সকল ঈদবাজার। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা। অভিজাত বিপণি বিতান, শপিং মল, মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) পুরাণবাজার বড় মসজিদ রাস্তা, যোগী-পট্টি, ট্রাঙ্কপট্টি, খলিফা পট্টি, তামাক পট্টি, নতুন বাজারের পাল বাজার ব্রিজ চত্বর, পৌরসভা কার্যালয়ের আশপাশের মার্কেট, বিপণী বিতান, পৌর নিউমার্কেট, কালীবাড়ি মোড়, জেএম সেনগুপ্ত সড়ক, চাঁদপুর রেলওয় হকার্স মার্কেট, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

অন্য বছরগুলোতে রোজার সময় দুপুরে কিংবা সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে কেনাকাটার জন্য মানুষজনের উপস্থিতি দেখা গেলেও এ বছর সকাল থেকেই মানুষজন মার্কেটে ভিড় করছেন। এতে করে আগেভাগেই ঈদের বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা গেছে, মার্কেট এবং শপিংমলগুলোতে সকাল থেকে শুরু হচ্ছে ব্যস্ততা। নানা ধরনের অফার এবং ঈদ স্পেশাল কালেকশন বিক্রি করা হচ্ছে জনপ্রিয় শপিংমলগুলোতে।

পোশাকের দোকানগুলোতে পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি, টিশার্ট, নারীদের শাড়ি, থ্রিপিস, ওয়ান পিস, কুর্তা এবং বাচ্চা ও শিশুদের পায়জামা-পাঞ্জাবি, ফ্রক, গেঞ্জিসেটসহ আধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। একইসঙ্গে কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং গহনার দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন মানুষজন।

দোকানগুলোতেও সিজনাল ডিসকাউন্ট ও ফেস্টিভ অফারের এবং নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলেও মিলছে ছাড় এবং ক্যাশব্যাক অফার।

দোকানিরা জানান, এ বছর ঈদের কেনাকাটা আগেভাগেই শুরু হয়েছে। প্রতিদিনই বাড়ছে ভিড়। এবার নারী, পুরুষ ও শিশুর জন্য বিভিন্ন ডিজাইনের নতুন পোশাকগুলো বিক্রি হচ্ছে ব্যাপক হারে। এছাড়াও মসলিন, সিল্ক, জামদানি, কাতান, কাশ্মিরী কাজ করা শাড়ি ও লেহেঙ্গা, পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, টিশার্ট এবং শিশুদের জন্য নানা রঙের আরামদায়ক পোশাকের চাহিদা বেশি। গরমকে প্রাধান্য দিয়ে ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই সুতি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

ক্রেতারা জানান, এবার ১০ রমজানের পর থেকেই চাঁদপুরে ঈদ কেনাকাটা শুরু হয়। ১৭ রমজান পার হয়ে এখন কাছাকাছি ঈদ। ঈদকে সামনে নিয়ে পোষাকসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে। নিত্যদিনই ফুটপাতের দোকান থেকে বড় বড় দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ধনী গরীব সর্ব শ্রেণীর মানুষের মাঝে সামর্থ অনুযায়ী পবিত্র ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে এ বছর আগেই দোকানগুলোতে পছন্দের পণ্য কিনতে ভিড় জমাচ্ছে। মানুষের ব্যাপক জটলায় শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। কালীবাড়ি, বাইতুল আমিন মসজিদ চত্বর, জেএম সেনগুপ্ত সড়ক ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটকে ঘিরে ঈদ কেনাকাটার সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। এসব স্থানে স্বাভাবিক হাঁটাচলাও এখন মুশকিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়