বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২১:৩৪

মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না : জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল মবিন

রেদওয়ান আহমেদ জাকির
আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না : জামায়াতের এমপি প্রার্থী  ডা. আব্দুল মবিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন বলেছেন, ১৭ রমজান বদর দিবস। এই দিনে প্রথম ইসলামের বিজয়ের পতাকা উঠেছিল। ৩১৩জন সৈনিক ১০০০ কাফেরের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। তিন হাজার ফেরেশতা সেদিন সাহায্য করেছেন। আমরা সেই সৈনিক, যে সৈনিকের এপর এখলাসের ওপর আল্লাহর সাহায্য নেমে আসে। তিনি আরো বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন সরকারে থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আমরা কর্মের মাধ্যমে জাতিকে সেবা দিতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেম্বার, কাউন্সিলর, মেয়র ও চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য প্রার্থীকে বাছাই করে নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা সকলে প্রস্তুত থাকবেন। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা ভয় করি মহান আল্লাহ তায়লাকে। সর্ব সেক্টরে লোক নিয়োগ করে শোকরিয়া আদায় করতে হবে। যে ব্যক্তি ফাঁসির মঞ্চে গিয়ে কোন্ জামা পরে যাবে সেটা পরিবারের কাছে জিজ্ঞাসা করে, আমরা সেই শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) ১৭ রমজান বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড ও পেশাজীবী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি মো. মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধান। বক্তব্য রাখেন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আলাউদ্দিন মিয়া, মতলব পৌরসভার সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ান, সাবেক সেক্রেটারী মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সাবেক আমির মুহাম্মদ মোস্তফা মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন সরকার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোর্শেদ আলম সিরাজী। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ওয়ার্ড ও পেশাজীবী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়