সোমবার, ১৭ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০:১৯

কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে পুলিশ সুপারের ইফতার বিতরণ ও দোয়ানুষ্ঠান

রাতের আঁধারে পাড়া মহল্লায় টহল সদস্যদের নিয়মিতই দেখতে পাই : ওসি মো. বাহার মিয়া

রাতের আঁধারে পাড়া মহল্লায় টহল সদস্যদের নিয়মিতই দেখতে পাই : ওসি মো. বাহার মিয়া
কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে পুলিশ সুপারের ইফতার বিতরণ ও দোয়ানুষ্ঠানে মোনাজাতরত কর্মকর্তাগণ।
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন, পিপিএম-এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের মরহুম কর্মকর্তা ও টহল সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। রোববার (১৬ মার্চ ২০২৫) বিকেলে জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ডা. মোবারক হোসেন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, প্রচার সম্পাদক অভিজিত রায়, সদস্য মো. সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার সকল ওয়ার্ডের টহল সদস্যের মাঝে তৈরিকৃত ইফতার বিতরণ করা হয়।

মোনাজাতের পূর্বে ওসি মো. বাহার মিয়া বলেন, চাঁদপুরে কমিউনিটি পুলিশং কার্যক্রম সুশৃঙ্খল। তারা পুলিশের সহযোগী। রাতের আঁধারে পাড়া-মহল্লায় টহল সদস্যদের নিয়মিতই দেখতে পাই। এটা আমার কাছে ভালো লাগে। তিনি আরো বলেন, এসপি মহোদয় তাদের সাথে সময় স্বল্পতার কারণে ইফতার করতে পারেন না বিধায় তিনি তৈরিকৃত ইফতার দিয়েছেন। তারা যেনো মাহে রমজান ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়