শনিবার, ১৫ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৬:১৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার বিতরণ

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয় : অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয় : অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম
রেদওয়ান আহমেদ জাকির

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে সঠিক সিদ্ধান্ত হবে। দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের মতো আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। জোর করে ভোটও নেবো না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই।

গত শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও, আশ্বিনপুর, নারায়ণপুর, পানির টাংকি, মতলব বাজারসহ বেশ ক'টি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আরো

বক্তব্য রাখেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ফরাজী, বিএনপি নেতা ইলিয়াছ মিয়াজী, রফিক মেম্বার, লিয়াকত, মানিকুর রহমান, বাদশা মিয়া, খোরশেদ আলম, শাওন খান, মমিন রাজা, জজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজী, সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন প্রধান, রুহুল আমিন মিন্টু, বিল্লাল হোসেন, সাদ্দাম, উজ্জ্বল প্রধান, শাকিল পাটওয়ারী, জহিরুল ইসলাম, মানিক রেজা, যুবদল নেতা সাইফুল ইসলাম লিংকন, আবুল বাসার রাজিব, সাইদুল ইসলাম, মামুন প্রধান, টিপু মোল্লা, অন্তর, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা রাসেদ মামুন, কাজী ইব্রাহিম, কলেজ ছাত্রদল নেতা ফয়সাল রাজা, আহমেদ মুসা, মাহিন, ছাত্রনেতা জয়ন্তু, মোবারক, তানভির, বিপুল, রোমান সিয়াম, তামিম, জাহিদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়