বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৫:৪৫

ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আইনশৃঙ্খলা ভালো রাখতে সকলকে সহযোগিতা করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
আইনশৃঙ্খলা ভালো রাখতে সকলকে সহযোগিতা করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, পবিত্র রমজানে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে আরো বেশি টহল কার্যক্রম বাড়াতে হবে। জনপ্রতিনিধিরাও তাদের নিজ নিজ এলাকায় এই বিষয়ে ভূমিকা রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে সকলকে সহযোগিতা করতে হবে। যানজট নিরসনে একইভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। মাদক নির্মূলে জনপ্রতিনিধিরা যেসব বিষয়ে উল্লেখ করেছেন, তাতে থানা পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরও আরো তৎপর হবে বলে আশা করছি। তবে সবচেয়ে বড়ো কাজ হলো জনসচেতনতা বাড়াতে হবে। মাদকসহ সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করতে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ কারো একার পক্ষে সব সামাল দেয়া কষ্টকর।

টিসিবি স্মার্ট কার্ড বিষয়ে তিনি বলেন, মৃত ও এলাকায় নেই এমন কার্ডধারীদের ক্ষেত্রে নতুন নাম প্রতিস্থাপন এবং যেগুলোতে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব ইউনিয়ন পর্যায় থেকে সম্পন্ন করে যাচাই বাছাই শেষ করতে হবে। স্মার্ট কার্ড দ্রুত প্রদানের জন্যে কর্তৃপক্ষের সাথে অব্যাহত যোগাযোগ রয়েছে। তিনি টিসিবির ডিলাররা যাতে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন থেকে টিসিবি পণ্য বিক্রি সম্পন্ন করে সে বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ট্যাগ অফিসারদেরকে তদারকি করার নির্দেশ দেন। তিনি জানান, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির অবিক্রিত পণ্য জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে উন্মুক্তভাবে বিক্রি করা হবে, যাতে টিসিবির স্মার্ট কার্ডবিহীন লোকজনও তা ক্রয় করতে পারে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ. আর. এম. জাহিদ হাসান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়