মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

রমজানের তাৎপর্য ও যাকাত বিষয়ে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা

অনলাইন ডেস্ক
রমজানের তাৎপর্য ও যাকাত বিষয়ে  চাঁদপুর শহর জামায়াতের  আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরোশিয়া কনভেনশন হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর শাখার আমির অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

তিনি রমজানের তাৎপর্য সম্পর্কে একটি কুরআনের আয়াত উল্লেখ করে তার তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন সকলের মাঝে।

তিনি রমজানের মূল মর্যাদা ও তাৎপর্য উল্লেখ করে বলেন, রমজান আমাদের জন্যে অতীব গুরুত্বপূর্ণ। আসমানী কিতাবগুলো লিখিতভাবে পাঠিয়েছেন। আর পবিত্র কোরআন সরাসরি পাঠিয়েছেন। তাই পবিত্র কোরআন, এই কালামটি আল্লাহর সরাসরি দেওয়া কালাম। এই কালামটি এতো শক্তিশালী যে, আদম (আ.), ঈসা(আ.)কে বহনের দায়িত্ব দেননি। জিবরাঈল (আ.) ছাড়া আর কেউ বহন করা সম্ভব হয়নি। এই কালামটি এতো মর্যাদাপূর্ণ, একমাত্র রমজান মাস‌ই এর ওজন রক্ষা করতে সক্ষম হয়। আর কোনো মাস সেটা পারে না।

তিনি আরো বলেন, বদর যুদ্ধ হয়েছিল এই রমজান মাসে এবং পবিত্র কোরআনও নাজিল হয়েছে এই রমজান মাসে। কুরআন বিজয়ের মাস‌ও এই রমজান মাসেই। তাই আমরা এই রমজানে কুরআনকে রাঙিয়ে তুলবো এবং পবিত্রতা রক্ষা করবো।

যাকাত সম্পর্কে তিনি বলেন, আল্লাহ পাক যাকাতের কথা ৫০ বার বলেছেন। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েমের বিষয়ে সজাগ নেই, তেমনি এই দেশের মানুষ অর্থ উপার্জন করে ঠিক‌ই, কিন্তু যাকাত প্রদানের বিষয়ে তৎপর নেই। যাকাত অর্থ বৃদ্ধি করে। কিন্তু আমরা এদেশের মানুষ মনে করি যে, লাখে আড়াই হাজার টাকা চলে যাচ্ছে, এটা তো লোকসান হচ্ছে। কিন্তু না, এতে ব্যবসা বৃদ্ধি হবে,পবিত্র হবে। একটা নির্ধারিত টাকা, নির্ধারিত পরিমাণে একজন নির্ধারিত ব্যক্তিকে দেওয়া‌ই হলো যাকাত।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রবীণ সদস্য কাজী মুরাদ, শুরার সদস্য সফিক সেলিম, অ্যাড. মামুন মিয়াজী ও গোলাম মাওলা।

চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় শুরুতে কোরআনের দারস পেশ করেন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়