শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮

শাহরাস্তিতে মাতৃভাষা দিবসে শিক্ষা উপকরণ বিতরণ

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে মাতৃভাষা দিবসে  শিক্ষা উপকরণ বিতরণ

শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রঙের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে সূচীপাড়া ডিগ্রি কলেজ মাঠে রঙ ফাউন্ডেশনের সদস্যরা উপজেলার ১১ টি স্কুল ও মাদরাসার ১৫০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

রঙ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উৎপল কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি বোরহান উদ্দিন জানান, ২০১৬ সালে যাত্রা শুরু করে রঙ ফাউন্ডেশন দরিদ্র অসচ্ছল মানুষের জন্যে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থার পাশাপাশি করোনা মহামারি, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কাজ করে যাচ্ছে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক মোয়াজ্জেম হোসেন, জামাল হোসেন, আশিকুর রহমান, ওয়ালী উল্লাহসহ অন্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রঙ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আল আমিন, সহ-সভাপতি জিল্লুর রহমান বাবু, ফয়েজ আহমেদ, সদস্য মো. ইব্রাহীম, নাসিফ মাহমুদ, মেহেদি হাসান, রবিউল হাসান, আবু তালহাসহ অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়