প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
ফরিদগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল খান ও শাহাদাত হোসেন নামে দুই যুবক নিহত হয়েছেন।
|আরো খবর
শনিবার (২২ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২ টার দিকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বদরপুর রাস্তার মাথায় ওয়াপদা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল খান (১৯) মুলপাড়া হাজী বাড়ির খাজে আহমদ খানের দ্বিতীয় ছেলে। ইকবাল খান একজন ছাত্র এবং তিনি মূলপাড়া কারিগরি কলেজে অধ্যয়নরত ছিলেন। নিহত ইকবাল খানের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্যে রাখা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত শাহাদাত হোসেন (১৯) মুলপাড়া মজুমদার বাড়ির ওবায়দুল হক মজুমদারের ছোট ছেলে। তার অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু তার বড়ো ভাই হাবিব মজুমদার কাচপুর ব্রিজ থেকে ফোন করে জানিয়েছেন, তার ভাই শাহাদাত হোসেনও মারা গেছেন এবং তাকে নিয়ে বর্তমানে চাঁদপুরের উদ্দেশ্যে চলে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইকবাল খান ও শাহাদাত হোসেন একই মোটরসাইকেলে করে একতা বাজার থেকে পূর্ব দিকে মুন্সিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বদরপুর রাস্তার মাথায় গেলে একপাশে ছিলো যন্ত্র দানব ট্রাক্টর, অপর পাশে অটোবাইক। এমতাবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল ও শাহাদাত দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্মরত চিকিৎসক ইকবাল খানকে মৃত ঘোষণা করেন। আর শাহাদাতের অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় রেফার করেন। দুর্ঘটনাটি নিয়ে এলাকায় শোকের গভীর শোকের ছায়া নেমে এসেছে।