বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

সংবাদ সম্মেলনে অভিযোগ

কৃষকদের কথা না ভেবেই সময়ের আগেই সিআইপিতে পানি ছেড়েছে পাউবো কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
কৃষকদের কথা না ভেবেই সময়ের আগেই সিআইপিতে পানি ছেড়েছে পাউবো কর্তৃপক্ষ

চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) বাঁধের অভ্যন্তরস্থ এলাকায় বোরো আবাদের কথা চিন্তা না করে এবং কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই পানি ছেড়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) দুপুরে ডাকাতিয়া নদী ও সিআইপি খাল খনন সংগ্রাম কমিটি কর্তৃক ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন

সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল। তিনি বলেন, সেচ প্রকল্প তৈরি হয়েছিল কৃষি তথা ধানের আবাদ নিশ্চিতের জন্যে। যাতে বছরে একাধিক ফসল ফলানোর মাধ্যমে খাদ্য ঘাটতি দূর করা যায়। সেচ প্রকল্প সচল রাখতে নিয়মত সেচ খাল ও বোরোপিট খাল খননের প্রয়োজন থাকলেও গত ৪৬ বছরে দৃশ্যত কোনো খাল খনন হয়নি। আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে কৃষি আবাদ, মাছ ও পরিবেশ রক্ষার জন্যে সেচ প্রকল্প অভ্যন্তরে খাল খননের দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ তা শোনেনি। তারা আমাদের দাবি তথা কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচ প্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে আমরা যোগাযোগ করলে পাউবো কর্তৃপক্ষ জানায়, তারা আবেদনের প্রেক্ষিতে পানি ছেড়েছে। আমাদের দাবি, পানি ছাড়ুক, কিন্তু উঁচু স্থানগুলোতে অবস্থিত খালগুলো দ্রুত খনন করুক, যাতে পানি সর্বত্র যেতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়