রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করছে চাঁদপুর জেলা পুলিশ।
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়,

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়